• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা: পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায়

প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৯:৩৫

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে হামলা: পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায়

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাটাখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ভুট্টু (৫১) প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে শ্যামপুর নতুন পাড়ার চেয়ারম্যান মোড় এলাকায় তাঁর বাড়িতে হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫-১৬ জন যুবক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রফিকুল ইসলাম ভুট্টোর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। হামলাকারীদের মধ্যে ছিলেন মৌলভী পাড়ার সাহিনুর রহমান সিহাব , মনির মাস্টারের ছেলে শফিকুল ইসলাম বাবু, ছাত্রলীগ কর্মী অনিক, যুবলীগ কর্মী শিমুল, জুবায়ের আহমেদ ফাহিম, ড্রাইভার মিঠুনসহ অজ্ঞাত ১৫ থেকে ১৬ জন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আধুনিক তথ্য কমপ্লেক্সের বেসমেন্টের ঢালাই শুরু

বিএনপি নেতা রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমি বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছি, অথচ আজ আমার জীবনই আজ সংকটাপন্ন।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, রফিকুল ইসলাম দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপি রাজনীতিতে সক্রিয় এবং একাধিকবার পুলিশের হয়রানির শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, আওয়ামীলীগের সমর্থকরা তাঁকে রাজনৈতিকভাবে নির্মূল করতে চাচ্ছে, আর পুলিশও তাঁদের পক্ষ নিয়েছে।

এবিষয়ে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)এর মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন , “রফিকুল ইসলাম থানায় এসে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তবে রফিকুলের দাবি, হামলার পর থানায় গিয়ে অভিযোগ করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি।

আরও পড়ুনঃ  কাটাখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা, হত্যার হুমকি

জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম ভুট্টু বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। ওই ইফতারে সুদের টাকা দিয়ে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে আপত্তি জানান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বালু ব্যবসায়ী সাহিনুর রহমান শিহাব তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ভুট্টুর বাড়িতে হামলা চালানো হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

রফিকুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম (৪২) দীর্ঘ ৫ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। হামলা ও প্রাণনাশের হুমকির কারণে তাঁর পরিবার এখন গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। রফিকুল ইসলামের আহবান, “আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে সাহিনুর রহমান শিহাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বিএনপি’র শীর্ষস্থানীয় নেতা, তারেক রহমানসহ বিএনপি’র চেয়ারপার্সন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে তাঁর পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রফিকুল ইসলাম ভুট্টু।

সর্বশেষ সংবাদ

মিষ্টি হাসিতে ধরা দিলেন মেহজাবীন
শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:৫৯
৬ দিনেই তপু-ইব্রাহিমদের বন্ধু হামজা
শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:৫৯
কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
শনিবার, মার্চ ২২, ২০২৫ ৮:৫৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675