স্টাফ রিপোর্টার ফরিদপুর : বাবার বাড়ি ইফতার মাহফিল। ছেলেকে সাথে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন মা মিম বেগম ও ছেলে সাব্বির বেপারী। কিন্তু বিধি বাম! পথিমধ্যে মায়ের সামনেই ছেলের জীবন কেড়ে নিলো মাটি কাটার ড্রাম ট্রাক। এঘটনায় গুরুতর আহত মিম বেগম (৩০) কে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রোববার দুপুর দুইটার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা- মাওয়া মহাসড়কের চান্দ্রা ইউনিয়নের সলিলদা লিঙ্ক সড়কে। নিহত সাব্বির বেপারী চান্দ্রা ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম বেপারীর ছেলে।
নিহতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মাটি কাটার ড্রাম ট্রাকে আগুন জ্বালিয়ে রাস্তায় প্রতিবাদ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ড্রাম ট্রাকটি জব্দ করে। নিহত সাব্বির বেপারী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পিতা শাহ আলম বেপারী।
শিবচর হাইওয় থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, মা ও ছেলে দুজনে মোটরসাইকেল করে যাওয়ার পথে বিপরীত মুখী মাটি কাটার একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনা স্থলে ছেলে নিহত মা আহত হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানান।