Home বিনোদন কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক : ঢাকায় চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন বিভিন্ন লুকে।

এবার কালো পোশাকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়ে মুগ্ধতা ছড়ালেন অপু। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’ এদিকে নেটিজেনরা কমেন্ট বক্সে অপুর রূপের বেশ প্রশংসা করেছেন। মুনিয়া জাহান লিখেছেন, ‘বিউটি কুইনে অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের ভাষ্য, ‘এই পিক গুলায় সত্যিই দেখতে ভালো লাগছে।’

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আসেনি। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here