• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তামিমকে দেখতে হাসপাতালে ফারুকসহ বোর্ড পরিচালকরা

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৪:১৭

তামিমকে দেখতে হাসপাতালে ফারুকসহ বোর্ড পরিচালকরা

অনলাইন ডেস্ক : সাভারের কেপিজি হাসপাতালে তামিম ইকবালকে দেখতে সকালেই এসেছিলেন তামিমের স্ত্রী আয়েশা, তার ভাই নাফিস ইকবাল এবং চাচা আকরাম খান। সাভারের হাসপাতালে তখন পর্যন্ত তামিমের অবস্থা ছিল সংকটাপন্ন। তার অসুস্থতার খবর শুনেই বন্ধ করে দেয়া হয় আজকের নির্ধারিত বোর্ড সভা।

এরপরেই সাভারের কেপিজি হাসপাতালে একে একে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পরিচালকরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের পাশাপাশি নাজমুল আবেদিন ফাহিম মাহবুবুল আনাম সহ আরো বোর্ডের কর্তা ব্যক্তিদের দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পরে এসেছে সাবেকসহ বর্তমান অনেক ক্রিকেটার কোচ। পরবর্তীতে সেখানে আসেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি, খালেদ মাহমুদ সুজনও।

আরও পড়ুনঃ  শঙ্কামুক্ত তামিম ইকবাল

এদিকে তামিমের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের সঙ্গে আলাপ বলেন, ‘একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675