রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনারলক্ষ্যে গঠিত কমিটির ৫ম সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ এর ধারা (ক)(২) মোতাবেক সরকার কর্তৃক গঠিত কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি।

সভায় গত ০২ মার্চ অনুষ্ঠিত গঠিত কমিটির ৪র্থ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটি গত ২৩-০১-২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, পরিচ্ছন্ন বিভাগে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদের আর্থিক সাহায্য প্রদান, রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেনের সংস্কার ব্যয়, তারুন্যের উৎসব উদযাপনসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় মশক নিয়ন্ত্রণ, ড্রেন পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, প্রাথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ভারপ্রাপ্ত মোঃ কবীর হোসেন, আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাদশা মিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম, পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সহকারী পরিচালক ডাঃ আব্দুল মতিন, গণপূর্তের সহকারী প্রকৌশলী ছাইদুজ্জামান, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *