বিএসটিআই’র অভিযানে অবৈধ লাচ্ছা সেমাই এবং প্যাকেট জব্দ

বিএসটিআই’র অভিযানে অবৈধ লাচ্ছা সেমাই এবং প্যাকেট জব্দ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য রাজশাহী মহানগরী এবং পবা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রি-বিতরণ করায় এবং মোড়কে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত রোজা ফুড প্রোডাক্টস এবং রাজশাহী বেকারী হতে বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই এবং এর অবৈধ লেবেল/প্যাকেট জব্দ ও ধ্বংস করা হয়। একই সাথে বিসিক শিল্প নগরীতে অবস্থিত পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ এর লাইসেন্সে অনুমোদিত ব্রান্ডের বাহিরে আরেকটি ব্রান্ডে লাচ্ছা সেমাই বাজারজাত করায় সতর্ক করা হয় এবং উক্ত ব্রান্ডের লাইসেন্স গ্রহণের জন্য ০২ দিন সময় প্রদান করা হয়। এসময় অবৈধ লেবেল/প্যাকেট জব্দ করা হয়।


এছাড়া সমসাদীপুর, কাটাখালী, পবা, রাজশাহীতে অবস্থিত আলিফ ট্রেডার্স (এ.বি লাচ্ছা সেমাই) এর লাইসেন্সে অনুমোদিত ব্রান্ডের বাহিরে আরো ০৪টি ব্রান্ডে লাচ্ছা সেমাই বাজারজাত করায় সতর্ক করা হয় এবং উক্ত ব্রান্ডসমূহের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য ০২ দিন সময় প্রদান করা হয়। এসময় অবৈধ লেবেল/প্যাকেট জব্দ করা হয়। এছাড়া কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা অতিসত্ত্বর উন্নতকরণের পরামর্শ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স প্রক্রিয়াকরণ করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বাঘায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র পরিচালক জহুরা সিকদার এর নেতৃত্বে পরিচালিত উক্ত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, রাজশাহী’র কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মোসাঃ আলেয়া খাতুন ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *