স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার সকালে রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিনুরের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন। বৃষ্টির পরিবার আড়াই লাখ টাকা যৌতুক দিলেও তা থামেনি। আরও ৩ লাখ টাকা দাবি করে শাহিনুর, এবং তার পরিবারের পক্ষ থেকে ২ লাখ ১০ হাজার টাকা দেওয়ার পরও নির্যাতন চলতে থাকে।

আরও পড়ুনঃ  পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

গত ১৪ মার্চ, শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের পর বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন, কিন্তু তাদের আসার আগেই বৃষ্টি মারা যান। তার পর শাহিনুর, তার বাবা ও মা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  নাচ–গানে বর্ণিল আয়োজনে রাবিতে বর্ষবরণ

বৃষ্টির বাবা পরে মামলা করেন এবং ১৬ মার্চ শাহিনুরের মা-বাবাকে গ্রেপ্তার করা হয়। তবে শাহিনুর পলাতক ছিলেন। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করে এবং তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *