• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৮:১৮

স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার সকালে রাজশাহী নগরীর হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহিনুরের বিরুদ্ধে অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন। বৃষ্টির পরিবার আড়াই লাখ টাকা যৌতুক দিলেও তা থামেনি। আরও ৩ লাখ টাকা দাবি করে শাহিনুর, এবং তার পরিবারের পক্ষ থেকে ২ লাখ ১০ হাজার টাকা দেওয়ার পরও নির্যাতন চলতে থাকে।

আরও পড়ুনঃ  রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

গত ১৪ মার্চ, শাহিনুর ও তার পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের পর বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন, কিন্তু তাদের আসার আগেই বৃষ্টি মারা যান। তার পর শাহিনুর, তার বাবা ও মা পালিয়ে যান।

আরও পড়ুনঃ  তানোরে স্ত্রী অপারেটর প্রভাষক স্বামীর সেচ দেয়ার নামে চাঁদাবাজি: ক্ষুব্ধ কৃষকরা

বৃষ্টির বাবা পরে মামলা করেন এবং ১৬ মার্চ শাহিনুরের মা-বাবাকে গ্রেপ্তার করা হয়। তবে শাহিনুর পলাতক ছিলেন। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করে এবং তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675