Home বিনোদন সিনেমা ছাড়বো কিন্তু এখন না : বর্ষা

সিনেমা ছাড়বো কিন্তু এখন না : বর্ষা

সিনেমা ছাড়বো কিন্তু এখন না : বর্ষা

অনলাইন ডেস্ক : সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি জানান, পরিবারের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে নায়িকা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। কেউ কেউ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে সাধুবাদ জানান। আবার কারো মন্তব্যে সমালোচনার সুরও শোনা যায়।

যে কারণে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন বর্ষা। এবার অভিনেত্রী জানালেন, এখনই অভিনয় ছাড়ছেন না তিনি। হাতে কিছু ছবি রয়েছে, সেগুলোর কাজ শেষ করে পরেই অভিনয়কে বিদায় জানাবেন।

বর্ষ জানান, তাঁর হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামের তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি।

অভিনেত্রীর কথায়, ‘তিনটি সিনেমা শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো কিন্তু এখন না। এসব সিনেমার শুটিং করতে অনেকদিন লেগে যায়। দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’

বর্ষা জানালেন, এখন থেকে পরিবারকেই বেশি সময় দিতে চান। অভিনেত্রীর কথায়, ‘পরিবারকে বেশি গুরুত্ব দিতে চাই। সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই। আর্দশ মা হতে চাই। আমাদের দায়িত্ব তাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া।’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘দিনঃ দ্য ডে’, ‘কিল হিম’সহ কয়েকটি সিনেমায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here