ভাঙ্গায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

ভাঙ্গায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় যুথি আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরেেদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের কৃষক জামাল শেখের মেয়ে। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুথি এক সময় স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করলেও বেশ কিছুদিন যাবৎ পড়াশোনা বন্ধ করেছে। গতকাল বিকেলে যুথি তার মায়ের সাথে সদরপুর মার্কেটে ঈদের কেনাকাটা করে বাড়ীতে এসে ইফতার করে নামাজ পড়ে। রাত ৯টার দিকে যুথির ছোট ভাই রায়হান তার রুমে গিয়ে শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলতে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে এসে অচেতন অবস্থায় উদ্ধার করে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: রিফাত উদ্দিন জানান কিশোরীর মরদেহ উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *