‘সিকান্দার’-এ শাকিব খানকে নকল করার অভিযোগ সালমানের বিরুদ্ধে

‘সিকান্দার’-এ শাকিব খানকে নকল করার অভিযোগ সালমানের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক : আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে! যে বিতর্কে উত্তাল নেটপাড়া।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ ছবির প্রযোজক তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যাবিন’ গানটি শেয়ার করার পরই। সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন!

আরও পড়ুনঃ  কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। সেই ছবিতে ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই কটাক্ষ করেছেন অনেকেই।

যদিও সালমানের নতুন সিনেমার এই গানটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। কিন্তু তার মধ্যেই ছবির প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’র অভিযোগ সমালোচকদের।

আরও পড়ুনঃ  পরীমণির দুই ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এর বিরুদ্ধে। যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একইরকম দৃশ্যের দেখা মিলেছে।

এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!’

আরও পড়ুনঃ  বৈশাখে বৈচিত্র্যময় জয়া

অপরজনের মন্তব্য, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।’ কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না!’ এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *