মাহাবুর রহমান মনি, বাগমারা : রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়ন জামায়াতে ইসলামী, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ, সোমবার বিকেলে মাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নরদাশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সহকারী অধ্যাপক মোঃ মমতাজ হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নরদাশ ইউনিয়ন শাখার সহ-সভাপতি অধ্যাপক আবদুস সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা শাখার সম্মানিত আমীর, অধ্যাপক মোঃ আব্দুল খালেক।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র কর্তৃক মনোনীত বাগমারা আসনের এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার মোঃ কামরুজ্জামান হারুন, সম্মানিত আমীর বাগমারা উপজেলা শাখা, সহকারী অধ্যাপক মোঃ ওহিদুল ইসলাম, সম্মানিত সেক্রেটারি, উপজেলা জামায়াতে ইসলামী, বাগমারা উপজেলা শাখা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে অধ্যাপক মোঃ আব্দুল খালেক বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এদেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। এতদিন যাকে জাতির জনক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে তার শাসন আমল থেকেই এদেশে দুর্নীতি, দুঃশাসন ও অপরাজনীতি চালু হয়েছে। তাই যতদিন পর্যন্ত না এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা যায় ততদিন পর্যন্ত এদেশে দুর্নীতি দমন করা কখনো সম্ভব নয়। তাই ইসলামী শাসন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান কালে ডাঃ মোঃ আব্দুল বারী বলেন, পবিত্র কুরআন মাজীদ শুধুমাত্র নিজের জীবন বা পরিবারের জীবন গড়ার জন্য নয় বরং এই কোরআনের আইন এবং রাসূল (সাঃ) এর হাদিস অনুযায়ী এদেশ পরিচালনা হলে তবেই এদেশে শান্তি বিরাজ করবে।তাই আসুন আমরা একতাবদ্ধ ভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য এগিয়ে আসি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর, মোঃ আব্দুল আহাদ কবিরাজ, অধ্যাপক মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ আল-আমিন হোসেন, সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, জামায়াত নেতা মোঃ মুর্তজা আলী, উপজেলা সূরা সদস্য মোঃ মতিউর রহমান, মোঃ আবু হোসেনসহ জামায়াতের ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অদ্য আলোচনা সভা ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আঃ রশিদ।