• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ১০:১৯

পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

পাবনা প্রতিনিধি : পাবনায় অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের ওপর হামলা হচ্ছে।

অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে বালু সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন, সুজানগর প্রেসক্লাবের প্রস্তাবিত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  পাবনায় বিএসটিআই’র অভিযানে প্রায় সাড়ে ৫টাকা লক্ষ জরিমানা

রোববার (২৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের বালু সিন্ডিকেটের সদস্য সোবাহান প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান, হকেন প্রামাণিক ওরফে হকেন মাঝির ছেলে আরিফ, বাবু প্রামাণিকের ছেলে লম্বা ফিরোজ, জলিল বিশ্বাসের ছেলে কালা ফিরোজ এর নেতৃত্বে দলবল নিয়ে মারধর করেন এবং সাংবাদিক দের সাথে থাকা ক্যামেরা, বুম ও মোবাইল ভাঙচুর করেন।

আরও পড়ুনঃ  ভোলাহাটে সিনিয়র সাংবাদিক শরীফের মা চলে গেলেন, না ফেরার দেশে

আহত সাংবাদিক মনিরুজ্জামান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনাস্থলে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার সহ একাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

সুত্রে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে করে ফেরার পথে এই হামলার শিকার হন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়”। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনার সাংবাদিক সমাজ।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675