পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

পাবনা প্রতিনিধি : পাবনায় অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের ওপর হামলা হচ্ছে।

অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে বালু সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন, সুজানগর প্রেসক্লাবের প্রস্তাবিত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  ফরিদপুরে জুট মিলে আগুন

রোববার (২৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের বালু সিন্ডিকেটের সদস্য সোবাহান প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান, হকেন প্রামাণিক ওরফে হকেন মাঝির ছেলে আরিফ, বাবু প্রামাণিকের ছেলে লম্বা ফিরোজ, জলিল বিশ্বাসের ছেলে কালা ফিরোজ এর নেতৃত্বে দলবল নিয়ে মারধর করেন এবং সাংবাদিক দের সাথে থাকা ক্যামেরা, বুম ও মোবাইল ভাঙচুর করেন।

আরও পড়ুনঃ  লুডু খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আহত সাংবাদিক মনিরুজ্জামান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনাস্থলে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার সহ একাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

সুত্রে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে করে ফেরার পথে এই হামলার শিকার হন।

আরও পড়ুনঃ  কুয়েট ভিসির পদত্যাগের দাবি, তালা ভেঙে হলে শিক্ষার্থীরা

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এক বিবৃতিতে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়”। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনার সাংবাদিক সমাজ।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *