স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, দেশ ও দেশের মানুষকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বিএনপি সফল হতে দেবে না। ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের মানুষ কোনদিনই দেশকে তাদের হাতে তুলে দেবে না। এ দেশের মানুষ যেমন শহীদ জিয়ার আহবানে সাড়া দিয়ে জীবন দিয়ে লড়াই করে দেশকে স্বাধীন করেছিল ও লাল সবুজের পতাকা উপহার দিয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাজশাহী মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কর্মকর্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই নেতৃত্বে যুদ্ধ করে মানুষ দেশ স্বাধীন করেছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী পুনর্গঠন করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও মাটি মানুষের জন্য কাজ করে। সেনাবাহিনী দেশের মাটিতে নির্ভিক। তারা প্রমাণ করে দিয়েছে কোনো পরাশক্তির কাছেই তারা মাথা নত করেনা। সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।
তিনি স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। পরে তিনি দুঃস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা জয়।
বিশেষ অতিথি ছিলেন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। আরও উপস্থিত ছিলেন, মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি অ্যাড. রওশন আরা পপি, মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, শাহমখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মর্তুজা ফামিন, বিএনপি নেতা রবিউল আলম মিলু, বিএনপি নেতা মাইনুল হক হারু, রবিউল আহসান রেজার সভাপতিত্বে ও পরিচালনা করেন, আজিম উদ্দিন মনু ও পিয়াল হায়দার আবু। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং নেতাকর্মী উপস্থিত ছিলেন।