রাজশাহীতে দুলাভাইকে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে দুলাভাইকে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুলাভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আমিনুল ইসলাম মিন্টু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজশাহী এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তাঁর বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন সম্বন্ধী আমিনুল। হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কারিগরি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম পলাতক ছিলেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *