পাবনায় বিএসটিআই’র অভিযানে প্রায় সাড়ে ৫টাকা লক্ষ জরিমানা

পাবনায় বিএসটিআই’র অভিযানে প্রায় সাড়ে ৫টাকা লক্ষ জরিমানা

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান উপলক্ষে পাবনা ও সিরাজগঞ্জ জেলায় বিএসটিআই’র মোট ২৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত অভিযানগুলোতে ২৪টি প্রতিষ্ঠানকে বিবিধ অপরাধে বিএসটিআই সংশ্লিষ্ট আইনে মোট ৫ লক্ষ সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অবৈধভাবে উৎপাদিত অনুমোদনহীন বিপুল পরিমাণ পণ্য ও পণ্য তৈরির উপাদান ধ্বংস করা হয়। উক্ত অভিযান সমন্বয় করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. আজিজুল হাকিম, সহকারী পরিচালক (সিএম) শহিদুল ইসলাম এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : দুলু

জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে মর্মে পাবনার বিএসটিআই আঞ্চলিক কার্যালয় হতে জানানো হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *