• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাসপাতালে তামিমকে দেখতে এসে যা বললেন সাকিবের বাবা-মা

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৪:৪৮

হাসপাতালে তামিমকে দেখতে এসে যা বললেন সাকিবের বাবা-মা

অনলাইন ডেস্ক : দুপুর নাগাদ সাভারের কেপিজে হাসপাতালে তামিম ইকবালকে দেখতে এসেছিলেন সাকিব আল হাসানের বাবা-মা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিবের বাবা মাশরুর রেজা।

তিনি বলেন, ‘(সাকিবের) ওর সঙ্গে কথা হয়ছে কি না জানি না। তবে তামিম ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। খুব দ্রুত বাসায় শিফট করতে পারে। তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই তো আমার খেলার বন্ধু। তামিমের মায়ের সঙ্গে বিয়ের আগে থেকে তার বাবার সাথে সম্পর্ক ছিল। তামিমকে দেখলাম তার জন্য দোয়া করলাম। আমি গতকালকেও নামাজ পড়ে দোয়া করেছি।’

আরও পড়ুনঃ  খরুচে স্পেল, সর্বোচ্চ বাউন্ডারি– হায়দরাবাদের ইনিংসে ৮ রেকর্ড

পরে সাকিবের মা শিরীন আক্তার বলেন, ‘আপনারাও দোয়া করবেন তার জন্য।’

প্রসঙ্গত, গতকাল (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুনঃ  ম্যাচের আগের দিন হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

এদিকে, অসুস্থ হওয়ার পর প্রথমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। মানুষের ভালোবাসার কথা স্মরণ করে তামিম বলেন, ‘আল্লাহ তা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’

আরও পড়ুনঃ  ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ খেলা হচ্ছে না ৬ তারকার, শঙ্কায় আরেকজন

এভাবে যে কারও বিপদে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’

‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’, আরও যোগ করেন তামিম।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675