সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের মাঝে লফসের ঈদ উপহার প্রদান

সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের মাঝে লফসের ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রাম ও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সংস্থার উপকারভোগী ১৫০জন নারী ও শিশুকে ঈদ উপহার (সেমাই, চিনি) বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  রাবি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিতরণ কালে সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, মুক্তা সরকার সহ উপকারভোগী নারী ও শিশু উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

সংস্থার নির্বাহী পরিচালক বলেন ঈদ উপলক্ষ্যে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে অল্প কিছু তুলে দিতে পেরে ভালো লাগছে। তিনি অসহায় দরিদ্র জনগোষ্ঠির জন্য নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *