ভোলাহাটে সিনিয়র সাংবাদিক শরীফের মা চলে গেলেন, না ফেরার দেশে

ভোলাহাটে সিনিয়র সাংবাদিক শরীফের মা চলে গেলেন, না ফেরার দেশে

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফের মা চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহী……রজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি ক্যান্সারসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  ট্রেন লাইনচ্যুত: উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

তার মৃত্যুতে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টবল মোঃ রমিজ উদ্দিন ভেঙ্গে পড়েছেন। তিনি আরো বলেন, আমাকে দেখাশুনা করার কেউই থাকলো না। আমাকে কে দেখবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

আরও পড়ুনঃ  অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

মৃতের জানাজা বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, পেশ ইমাম মাওলানা মোঃ আক্তারুল ইসলাম। নামাজে জানাজায় স্থানীয় সাধারণ জনগণ, মৃতের আত্মীয় স্বজন ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *