ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফের মা চলে গেলেন না ফেরার দেশে। (ইন্নালিল্লাহী……রজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি ক্যান্সারসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টবল মোঃ রমিজ উদ্দিন ভেঙ্গে পড়েছেন। তিনি আরো বলেন, আমাকে দেখাশুনা করার কেউই থাকলো না। আমাকে কে দেখবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
মৃতের জানাজা বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, পেশ ইমাম মাওলানা মোঃ আক্তারুল ইসলাম। নামাজে জানাজায় স্থানীয় সাধারণ জনগণ, মৃতের আত্মীয় স্বজন ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।