Home খেলা ‘সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে’

‘সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে’

‘সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে’

অনলাইন ডেস্ক : শারিরীক অবস্থার উন্নতি হয়েছে গতকাল (সোমবার) দুইবার হার্ট অ্যাটাক হওয়া তামিম ইকবালের। যদিও আগামী ৭২ ঘণ্টা তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। একইসঙ্গে ওই সময়ের মধ্যে অন্য কোথাও তামিমকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে বলেও মন্তব্য করেছিলেন। তবে এবার জানা গেছে আজ (মঙ্গলবার) সন্ধ্যায়ই ঢাকায় স্থানান্তর করা হবে এই ওপেনারকে।

তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘তামিম আজকে সন্ধ্যায় (ইফতারের পর) ঢাকা নেওয়া হবে। এই প্রোগ্রাম (সিদ্ধান্ত) নিয়েছে তার পরিবার। সম্ভবত এভারকেয়ারে যাবে তারা ইফতারের পর। শঙ্কাটা কেটে গেছে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন।’

ডিপিএলে তামিমের দলের এই পরিচালক আরও বলেন, ‘এয়ার এম্বুলেন্সে যাবে না, প্রটোকল নিয়েই যাবে এম্বুলেন্সে। সে ভালো আছে রেস্ট নিচ্ছে। আমার সঙ্গে দেখা হয়নি তার, তার স্ত্রী আছে আর একজন অ্যাটেন্ডেন্স ছাড়া স্বাস্থ্যগত কারণে কারও সাক্ষাতের অনুমতি নেই।’

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর বলেছিলেন, ‘তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তামিমকে আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here