• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াডে ‘পাকিস্তানি’

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৮:৪৫

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড স্কোয়াডে ‘পাকিস্তানি’

অনলাইন ডেস্ক : দুই নতুন মুখ নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। প্রথমবারের মত নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুহাম্মদ আব্বাস ও নিক কেলি।

পাকিস্তানের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আজহার আব্বাস হারাজের ছেলে মুহাম্মদ আব্বাস। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নিউজিল্যান্ড জাতীয় দলে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের লাহোরে জন্ম নেওয়া ২১ বছর বয়সী মিডল অর্ডার এই ব্যাটার।

আরও পড়ুনঃ  ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ খেলা হচ্ছে না ৬ তারকার, শঙ্কায় আরেকজন

ওয়েলিংটনের হয়ে ২১টি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩০১ রান, ১৫টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫৪ রান এবং ১৯টি টি-টোয়েন্টিতে ৩৯১ রান করেছেন আব্বাস। গত মাসে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। ৮৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ৫টি সেঞ্চুরি ও ২০টি হাফ-সেঞ্চুরিতে ২৬৩২ রান করেছেন কেলি। সদ্য শেষ হওয়া ঘরোয়া ফোর্ড ট্রফিতে ৯ ইনিংসে ৩২০ রান এবং চলমান প্রথম শ্রেণির আসর প্লাঙ্কেট শিল্ডে ১৪ ইনিংসে ৭৪৯ রান নিয়ে সবার ওপরে আছেন কেলি।

আরও পড়ুনঃ  ৬ দিনেই তপু-ইব্রাহিমদের বন্ধু হামজা

আইপিএল নিয়ে ব্যস্ত ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর অনুপস্থিতিতে উইল ইয়ংয়ের সাথে ইনিংস শুরু করতে পারেন কেলি। কনওয়ে ও রাচিনের মত ওয়ানডে সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার, লুকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। আইপিএলে দল না পেলেও ওয়ানডে সিরিজে খেলবেন না অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন।

আরও পড়ুনঃ  যে কারণে ৭ জনকে বদলি নামিয়েছে ব্রাজিল, নিয়ম কী বলে?

‘ওয়ার্কলোড’ বিবেচনায় পেসার কাইল জেমিসন ও ইনজুরির কারণে দলে সুযোগ পাননি আরেক পেসার ম্যাট হেনরি। আগামী ২৯ মার্চ থেকে নেপিয়ারে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, উইল ইয়ং।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675