• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ ৯:৩০

বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক স্কুল ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে নগদ অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত যুবক মুগাইপাড়া গ্রামের আনিসার রহমানের ছেলে। মঙ্গলবার বিকেল তিনটায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই রায় প্রদান করেন।

আরও পড়ুনঃ  মানুষকে বোঝাতে হবে আইন ভঙ্গ করলে শাস্তি : ডিএমপি কমিশনার

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারের একটি কোচিং সেন্টার থেকে দুপুরে বাসায় ফেরার পথে অভিযুক্ত আব্দুর রাজ্জাক হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঐ শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।

আরও পড়ুনঃ  কোনো ষড়যন্ত্র বিএনপি সফল হতে দেবে না : মিনু

এ ঘটনায় শিক্ষার্থী চিৎকার দিলে স্থানীয়রা এসে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুর রাজ্জাক। পরে দন্ডবিধির ৫০৯ ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার মাহফিল অনুিষ্ঠত

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত যুবক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় নগদ অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়। এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার ঘটনায় এই রায় প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675