Home আইন আদালত বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

বাগমারায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবকের জরিমানা, কারাদণ্ড

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় এক স্কুল ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে নগদ অর্থ জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত যুবক মুগাইপাড়া গ্রামের আনিসার রহমানের ছেলে। মঙ্গলবার বিকেল তিনটায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া বাজারের একটি কোচিং সেন্টার থেকে দুপুরে বাসায় ফেরার পথে অভিযুক্ত আব্দুর রাজ্জাক হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঐ শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে।

এ ঘটনায় শিক্ষার্থী চিৎকার দিলে স্থানীয়রা এসে আব্দুর রাজ্জাককে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুর রাজ্জাক। পরে দন্ডবিধির ৫০৯ ধারায় নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত যুবক ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় নগদ অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়। এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার ঘটনায় এই রায় প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here