Home রাজশাহী মোহনপুরে কৃষক হত্যা মামলার ২ আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

মোহনপুরে কৃষক হত্যা মামলার ২ আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

মোহনপুরে কৃষক হত্যা মামলার ২ আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের কৃষক আলতাফ শাহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল।

গ্রেপ্তার দুজন হলেন মোহনপুরের ধুরইল গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও মো. রাসেল (২৪)। তাঁরা নিহত কৃষক আলতাফের চাচাতো ভাই। গত ১৬ মার্চ সকালে মোহনপুরের তুলসীক্ষেত্র বিলের একটি ডোবায় আলতাফের মরদেহ পাওয়া যায়।

এর আগে ৯ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি। ১০ মার্চ আলতাফের জমিতে মগজ সদৃশ মাংস এবং জমিতে কিছুটা দূরে ফোঁটা ফোঁটা রক্তের দাগ দেখা গিয়েছিল। এর ছয় দিন পর প্রায় ছয় কিলোমিটার দূরের ডোবায় আলতাফের মাথা থেঁতলানো লাশ পাওয়া যায়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার শরিফুল ও রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁদের সঙ্গে চাচা আলতাফের জমিসংক্রান্ত বিরোধ ছিল। ৯ মার্চ রাতে আলতাফ জমিতে সেচ দিতে গিয়েছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে হত্যা করা হয়। গ্রেপ্তার দুই আসামিকে মোহনপুর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here