Home আবহাওয়া ঈদের ছুটিতে আবহাওয়া যেমন থাকবে

ঈদের ছুটিতে আবহাওয়া যেমন থাকবে

ঈদের ছুটিতে আবহাওয়া যেমন থাকবে

অনলাইন ডেস্ক : এবছর রৌদ্র ঝলমল ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে দেশবাসী। ঈদের পুরো ছুটিতে আবহাওয়া নিয়ে বড় কোনো দুঃসংবাদ নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে। তবে তার আগের দিন অর্থাৎ ২৮ মার্চ শবে কদরের ছুটি। যদিও এরই মধ্যে ছুটির আমেজ শুরু হয়ে গেছে। আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি কাটাচ্ছে দেশবাসী। মাঝখানে আগামীকাল বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও অনেক কর্মজীবী ঘরে ফিরতে শুরু করেছেন। টানা ৫ এপ্রিল পর্যন্ত ছুটি কাটিয়ে ফিরবেন সরকারি চাকরিজীবীরা।

এই লম্বা ছুটির সময়ে কোথাও ভারি বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার যে পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়াও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সময় নিউজকে জানিয়েছেন, আগামী ৩ এপ্রিল পর্যন্ত হাতিয়া, সন্দীপ এবং লক্ষ্মীপুরসহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় খুব অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তবে এই সম্ভাবনাও মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই।

তিনি বলেন, ‘তবে যেহেতু বজ্রঝড়-প্রবণ মাস, এই সময়ে একেবারেই স্থানীয়ভাবে বজ্রপাত তৈরি হয়। এগুলো অনেক আগে বুঝা যায় না। সাধারণত ৭২ ঘণ্টার আগে বুঝা যায় না। তবে আপাতত যে কন্ডিশন তাতে তেমন বড় কোনো বৃষ্টি-বজ্রবৃষ্টির আশঙ্কা নাই।’

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল রাঙ্গামাটিতে।

ঈদের ছুটির মাঝে তাপমাত্রাও খুব বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, সারা দেশে স্টেশনভেদে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম-বেশির মধ্যে ওঠানামা করতে পারে।

তবে যেহেতু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম তাই গরমের অনুভূতিও খুব বেশি হবে না বলেই আশা করা হচ্ছে।-ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here