Home বিনোদন মেকআপ ছাড়া এলোমেলো চুলে নতুন লুকে সোহিনী

মেকআপ ছাড়া এলোমেলো চুলে নতুন লুকে সোহিনী

মেকআপ ছাড়া এলোমেলো চুলে নতুন লুকে সোহিনী

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যতটা না ভক্ত-অনুরাগীদের মন জয় করেছেন এর চেয়ে বেশি ডিগ্ল্যাম লুকসে রীতিমতো ঝড় তুলেছেন। তার অভিনয় থেকে শুরু করে তার জীবনযাত্রা, পোশাক বরাবরই অন্যদের চেয়ে আলাদা। নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন।

সোহিনীর স্টাইল স্টেটমেন্ট অন্য নায়িকাদের চেয়ে একেবারেই অন্য ধরনের। তাকে দেখে মুগ্ধ হবেন না এমন মানুষের সংখ্যা খুব কম। সম্প্রতি সোহিনী সোশ্যাল মিডিয়া পেজে সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তার ডিগ্ল্যাম লুকস রীতিমতো ঝড় তুলেছে নেটিজেনদের মাঝে।

সাদা-কালো চেক টিউব গাউনে সেজেছেন সোহিনী। মেকআপের কোনও লেশমাত্র নেই। খোলা চুল ও শরীরী আবেদনে নায়িকা ঝড় তুলছেন। নদীর ধারে এই পুরো ফটোশ্যুট হয়েছে। যেখানে সোহিনীকে দেখা গিয়েছে নানান মেজাজে।

কখনও আনমনে হেঁটে যাচ্ছেন নদীর ধার ঘেঁষে আবার কখনও বা নদীর ওপর থাকা টিনের ঘরের সামনে বাঁশের ওপর বসে পা দোলাচ্ছেন আবার কখনও অবিনেত্রীকে দেখা গেল ফুল ওড়াতে। আবার কখনও সোহিনীর কিলার লুকস হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দেবে।

এমনিতেই টলিপাড়ায় অন্যান্য অভিনেত্রীদের চেয়ে সোহিনীর স্টাইল স্টেটমেন্ট একেবারে অন্য ধরনের। তিনি একটু বোহেমিয়া লুকে থাকতে পছন্দ করেন। তার সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই বোঝা যাবে সোহিনীর লুকস একেবারেই অন্য ধরনের। কখনও শাড়িতে আবার কখনও ওয়েস্টার্ন লুকসে সোহিনী মাঝে মধ্যেই ঝড় তোলেন সোশ্যাল মিডিয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here