বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণ হলে চাকার সংগে থাকা লোহার রিং ছিটকে পথচারীর পায়ে লাগে। এতে ওই পথচারীর ডান পা হাঁটুর নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার ধানাইদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ওই পথচারীর নাম দুলাল প্রামাণিক (৪২)। সে পাশ্ববর্তী লালপুর উপজেলা কদিমচিলান ডাঙ্গাপাড়া এলাকার তয়সল প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন ইটভাটার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় একটি ইটভাটায় কাজ সেরে দুলাল প্রামাণিক মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় ক্যাবলভর্তি বিআরবি ক্যাবলস্ এর একটি ট্রাক কুষ্টিয়া থেকে ঢাকায় যাওয়ার সময় ওই স্থানে পৌঁছালে সামনের বাঁ পাশের চাকা বিস্ফোরণ হয়। এতে চাকার সাথে থাকা লোহার রিং ছুটে গিয়ে দুলালের ডান পায়ের হাঁটুর নীচে লাগে। এতে তার পা প্রায় বিচ্ছিন্ন হয়ে সামান্য ঝুলে থাকে। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।