সিঙ্গাপুরে ছেলেকে নিয়ে অপু, ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা

সিঙ্গাপুরে ছেলেকে নিয়ে অপু, ভালোবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা

অনলাইন ডেস্ক : বর্তমানে একমাত্র পুত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে একরকম সিংগেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পান ছেলে; নায়িকার প্রাক্তন স্বামী মেগাস্টার শাকিব খান ছেলেকে দেখতে প্রায়ই যান অপুর বাসায়।

এইতো, গেল ঈদেও আব্রামের কাছে ছুটে যান শাকিব খান। ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে যে ভুলে যাননি শাকিব, তারও প্রমাণ দিলেন। বাবা-ছেলের আনন্দের মাঝে উঠে আসে তাদের খুনসুটিও।

আরও পড়ুনঃ  সবাই বলতেন, বাবাকে বিয়ে করাটা মায়ের ‘প্রফেশনাল সুইসাইড’ ছিল

সাধারণত তারকামহলে ঈদের পর কমে যায় কাজের চাপ। এমন সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেলেন অপু বিশ্বাস। সেখান থেকে আব্রামকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন নায়িকা।

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু বিশ্বাস। দেখা যায়, সন্তানকে নিয়ে সিঙ্গাপুরের মারলায়ন পার্কে অবস্থান করছেন অপু বিশ্বাস; সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনিদের জন্য একঝাঁক শিল্পীর প্রতিবাদী গান

আব্রামের একটি একক ছবিও ভাগ করে নেন অপু। সেখানে দেখা যায়, লাগেজের সঙ্গে নায়কের মতো পোজ নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাম। সেই ছবিটি মুহূর্তেই নজর কাড়ে সকলের।

তবে মা-ছেলেকে একসঙ্গে দেখে অনুরাগীদের ভালোবাসা প্রকাশও ছিল দেখার মতো; তাদের দুজনের সৌন্দর্যের প্রশংসা করেন সকলে।

আরও পড়ুনঃ  আপত্তিকর পোশাকে নাচলেন মাহি, নেটিজেনদের তুলোধুনো

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *