স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে মহানগরবাসীকে আসন্ন পহেলা বৈশাখের শুভেচ্ছা। আগামী ১৪ই এপ্রিল ২০২৫ বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপিত হবে।
এ উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) এর (ছ), (জ), ২৬(ট) (ই) ও ২৬ (ঢ), ২৯ (১) এর (ক), ২৯ (১) এর (খ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ন বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার, বাইক রেসিং, ডিজে পার্টি, অস্ত্রশস্ত্র বহন, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, অনুষ্ঠানে আগত ব্যক্তিদের ব্যাকপ্যাক, হাতব্যাগ, লাইটার ও ম্যাচবক্স বহন নিষিদ্ধ করা হয়েছে।
বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজিত সকল অনুষ্ঠান সন্ধ্যা ৬ টার পূর্বে সমাপ্ত করার অনুরোধ করা হয়েছে। সেইসাথে উক্ত সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ৯ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।-খবর বিজ্ঞপ্তি