বিচে জলকেলিতে মেতেছেন নুসরাত ফারিয়া

বিচে জলকেলিতে মেতেছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার অভিনীত সিনেমা ‘জ্বিন ৩’ ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে ভৌতিক গল্পের এই সিনেমা দর্শকদের মনে তেমন একটা সাড়া ফেলতে পারেনি বলে সিনেমাপ্রেমীরা বলছেন।

এদিকে সবকিছুকে পেছনে রেখে বিচে জলকেলিতে মেতেছেন নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ অভিনেত্রী বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগা থেকে শুরু করে ঘুরতে যাওয়াসহ অনেক বিষয় নেটিজেনদের মাঝে শেয়ার করে থাকেন।

আরও পড়ুনঃ  থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

এবার কাফতান বিকিনিতে জলকেলিতে মেতে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। শেয়ার করা ছবিতে দেখা যায়, বিচে কাফতান বিকিনিতে ফটোশুট করছেন এ অভিনেত্রী। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসি যে নেটিজেনদের নজর কেড়েছেন।

আরও পড়ুনঃ  ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আসছে

কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। সাইদুল ইসলাম সোহান নামে একজন নেটিজেন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, আজকের পিক গুলো দেখে খুব ক্রাশ খাইছি।’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ মনোমুগ্ধকর।’

প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুনঃ  কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *