‘ঐশ্বরিয়ার চেহারাও প্লাস্টিক, মনও প্লাস্টিক’

‘ঐশ্বরিয়ার চেহারাও প্লাস্টিক, মনও প্লাস্টিক’

অনলাইন ডেস্ক : বহু আগের কথা। তখন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের খবরে শোরগোল পড়ে যায় বলিউডে। সদ্য তখন সালমান খানের সঙ্গে ব্রেকআপ হয়েছে ঐশ্বরিয়ার। আবার অভিষেক বচ্চনের সঙ্গে তখনও প্রেম জমেনি।

ঠিক সেই সময়ই অভিনেতা বিবেক ওবেরয়ের হাত ধরলেন ঐশ্বরিয়া। প্রেমও জমে উঠল তাদের। আর সেই প্রেমকে টেনে বক্স অফিসে সাফল্য আনতে বার বার জুটি বাঁধলেন তারা দুজন।

আরও পড়ুনঃ  কার ওপর নজরদারি করতে চেয়েছিলেন সামান্থা?

এরপর বিবেক ও ঐশ্বরিয়ার প্রেমের কাহিনিতে আসতে থাকে টুইস্ট। ঐশ্বরিয়া তখন একের পর এক ছবি পাচ্ছেন। আর বিবেকের হাত ফসকাচ্ছে ছবি। সে সময় বিনোদন ম্যাগাজিনে প্রকাশিত নানা গসিপ আর্টিক্য়াল অনুযায়ী, বিবেকের পড়ন্ত ক্যারিয়ার গ্রাফই নাকি ঐশ্বরিয়া ও বিবেকের ব্রেকআপের কারণ।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা

বিবেক ঘনিষ্ঠরা মনে করেন, বিবেকের এমন অবস্থা নাকি মেনে নিতে পারেননি ঐশ্বরিয়া। আর তাই ব্রেকআপ করেছিলেন। গুঞ্জনও উঠেছিল, বিবেকের সঙ্গে নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল ঐশ্বরিয়ার।

আরও পড়ুনঃ  কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া প্রসঙ্গ উঠতেই বিবেক বলেছিলেন, ‘ব্রেকআপ আমাকে অনেক কিছু শিখিয়েছে। নিজেকে শেষ করে দিচ্ছিলাম। মদ্যপান করেছি। প্রচুর অর্থনাশ করেছি। পড়ে বুঝলাম এসব বৃথা। যে যাওয়ার সে যাবেই।’

এই সাক্ষাৎকারেই বিবেক বলেছিলেন, ‘একটা জিনিস স্পষ্ট, প্লাসটিক বিউটির ভিতর রয়েছে প্লাসটিকের একটা মন।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *