পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা

পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও, ক্ষেপে গেল ভারতীয়রা

অনলাইন ডেস্ক : দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের জেরে দুই দেশের তারকাদের অবাধ বিচরণেও ভাঁটা পড়েছে। এমন পরিস্থিতিতে অভিনেত্রী কারিনা কাপুর নেচে এলেন পাকিস্তানের করাচি থেকে! এমন খবরে অনেকে হতবাক হলেও আদতে এ আই কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে এই অদ্ভুত কাজ।

বিষয়টি খোলাসা করে বললে, করাচির একটি নাইট পার্টির মঞ্চের ডিসপ্লেতে হঠাতই উদয় হন সেই এ আই জেনারেটেড কারিনা কাপুর। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেখানে ডিজে গানের সঙ্গে নাচছেন পার্টিতে থাকা সকলে। এমন সময় ডিসপ্লেতে ভেসে ওঠে কারিনা কাপুরের অ্যানিমেটেড একটি ভিডিও। তাতে দেখা যায়, সেখানে নানা অঙ্গ-ভঙ্গিতে নাচের মাধ্যমে দেখানো হচ্ছে কারিনার সেই অ্যানিমেশন। আর কারিনার সেই নাচের সঙ্গে হই-হুল্লোড়ে নেচে ওঠে সকলে।

আরও পড়ুনঃ  অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

সেই পার্টির ভিডিওটি ভাইরাল হতেই পাকিস্তানের দিকে সমালোচনার তীর ছোঁড়ে ভারতীয়রা। তাদের দাবি, করাচির সেই নাইট পার্টিতে ভারতীয় কন্যা তথা কারিনাকে অপমান করা হয়েছে; কারণ, সেই নাচটি ছিল যথেষ্ট কুৎসিত।

আরও পড়ুনঃ  আমি জানি, আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে

আবার কারও কারও দাবি, কৃত্তিম বুদ্ধিমত্তার কী হত-কুৎসিত প্রয়োগ! কারিনা এর চেয়ে দশগুণ সুন্দরী দেখতে, কিন্তু এ আই তা আরও বীভৎস করে তুলেছে।

শুধু তাই নয়, সেই ভিডিওর শুরুতেই স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে। যেখানে লেখা- ‘তুমি পাকিস্তানের করাচির রেভ পার্টিতে রয়েছো এবং কারিনা কাপুর তোমার সামনে নাচছেন।’ আনাউন্সমেন্টের পরেই বেজে ওঠে ডিজে গান- নাচতে শুরু করে সেই এ আই কারিনা।

আরও পড়ুনঃ  কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

স্বাভাবিকভাবেই ভারতীয় কন্যার অপমানে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সেদেশের নেটিজেনদের মনে। অতঃপর প্রতিবেশী দেশের ওই ডিজেকে কটাক্ষ করতে ছাড়েননি কেউ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *