চাচার বয়সী লোকের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

চাচার বয়সী লোকের কাছে হেনস্তার শিকার অভিনেত্রী

অনলাইন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী চাহাত খান্না। হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তার ব্যক্তিগত জীবন খুব সুখকর ছিল না। ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেন। আবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আরেকটি বিয়েও করেন, তাও টেকেনি। অর্থাৎ দুটি বিয়েতেই অভিনেত্রীর কপালে জোটে বিচ্ছেদ। তবে এই মুহূর্তে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা

শুধু তাই নয়, বিবাহবিচ্ছেদের পর গায়ক মিকা সিংহের সঙ্গে তার সম্পর্কের খবরও শোনা যায়। কিন্তু সেটাও খুব বেশি দিন টেকেনি। এবার চাহাত মুখ খুললেন যৌন হেনস্তা নিয়ে।

আরও পড়ুনঃ  থাইল্যান্ড থেকে যে বার্তা দিলেন মিম

খুব ছোট বয়সে যৌন হেনস্তার শিকার হতে হয় তাকে। চকোলেটের লোভ দেখিয়ে দিনের পর দিন হেনস্থা করা হতো তাকে। তা-ও আবার এলাকার এক চাচার কাছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাত বলেন, ‘আমাদের আবাসনের এক বাঙালি চাচা ছিলেন, যিনি আমার জন্য চকোলেট নিয়ে আসতেন প্রায় দিন। কোলে বসাতেন। তখন বুঝতে পারিনি, এই আছিলায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হল, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *