ঢাকায় এসে নামল জিম্বাবুয়ে দল

ঢাকায় এসে নামল জিম্বাবুয়ে দল

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তদের।

টেস্ট সিরিজ খেলতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। কোচিং স্টাফসহ পুরো দলের ক্রিকেটাররা আজ থাকবেন ঢাকাতেই। এরপর আগামীকাল বুধবার প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবেন।

আরও পড়ুনঃ  আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

এদিকে, গেল ১৩ এপ্রিল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। এর একদিন পর গতকাল পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে। দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনরা কোচিং প্যানেলের সদস্যরা রয়েছেন এই ক্যাম্পে।

আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ  গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুনঃ  উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের অপেক্ষা বাড়ল বাংলাদেশের

জিম্বাবুয়ে স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *