ফ্যাসিস্ট আ.লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষও দখল করে রেখেছিল : শামা ওবায়েদ

ফ্যাসিস্ট আ.লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষও দখল করে রেখেছিল : শামা ওবায়েদ

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এই বছর সব ধর্ম-বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রত্যেকদিন চেতনা বিক্রি করে খেতো, বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৭১ দখলের মত বাংলা নববর্ষও দখল করে রেখেছিল।

আরও পড়ুনঃ  আদালতের এজলাসে পুলিশকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুরের-২ আসনের অন্তর্গত সালথা উপজেলার সালথা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামা ওবায়েদ বলেন, এ দেশ কারো বাপ-দাদার না। এই দেশ আমাদের সকলের। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মাহুতির কারণে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।

আরও পড়ুনঃ  নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ গ্রেপ্তার ৮

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। তিনি (খালেদা জিয়া) একজন আপসহীন নেত্রী হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছেন।

শামা ওবায়েদ বলেন, তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, রাষ্ট্র্রপতির সন্তান, একজন প্রধানমন্ত্রীর সন্তান। তিনি (তারেক রহমান) তার সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব আমরা চাই এই বছরটি হোক আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহিন মাতুব্বর, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *