ফরিদপুরে জুট মিলে আগুন

ফরিদপুরে জুট মিলে আগুন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরে জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের কানাইপুর বাজার-সংলগ্ন লক্ষ্মীপুর মহল্লা এলাকায় অবস্থিত ফরিদপুর জুট ফাইবার্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মিলের অভ্যন্তরে হঠাৎ করেই আগুন দেখতে পান শ্রমিকরা। আগুন দ্রুত মিলের ভেতরে দ্রুত ছড়িয়ে পরে আগুন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ও মধুখালীর একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট বিভিন্ন দিক থেকে পানি ছিটিয়ে এক সময় আগুন নেভাতে সক্ষম হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ফরিদপুর জুট ফাইবার্সের মালিক ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার মৃত্যুর পর এ মিলটির দেখভাল করেন কামাল ইউসুফের মেয়ে বিএনপি নেত্রী নায়াব ইউসুফ এবং ভাতিজা ফারিয়ান ইউসুফ।

আরও পড়ুনঃ  কুয়েট ভিসির পদত্যাগের দাবি, তালা ভেঙে হলে শিক্ষার্থীরা

মিলের ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ বলেন, আগুনে চারটি অত্যাধুনিক দামি মেশিনসহ ছোট-বড় মিলিয়ে মোট ২৮টি মেশিন পুড়ে গেছে। এ ছাড়া পুড়ে গেছে বিদেশে রপ্তানির অপেক্ষায় থাকা অন্তত ২শ টন সুতা ও মিলের শেড। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১৪ থেকে ১৫ কোটি টাকা দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে কারখানায় ডাকাতির এক মাস পর ৫ ডাকাত গ্রেপ্তার

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা সম্ভব হয়নি। মালিকপক্ষের দাবি প্রসঙ্গে তিনি বলেন, মালিক পক্ষ তো সব সময় কোটি কোটি টাকার কথা বলেন। তবে আগুনের ক্ষতি কোটি কোটি টাকা কিনা তা পরেই জানা যাবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *