‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

অনলাইন ডেস্ক : ২০১৯ সালে মুক্তি পায় হিন্দি ওয়েব সিরিজ ‘কাফির’। সেখানে এক নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের দিয়া মির্জা। সেই সিনেমার চলচ্চিত্র সংস্করণ এবার আসতে চলেছে।

সিনেমার গল্পপটে, সেই নারী ভুলবশত ভারত-পাকিস্তান সীমান্ত পার করে ফেলে। তারপরে তাকে জঙ্গি মনে করে আটক করা হয় ভারতে।

এই ছবিরই ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দিয়া। জানান, সেই দৃশ্যে কাজ করার পর খুবই বাজে অভিজ্ঞতা হয় অভিনেত্রীর।

আরও পড়ুনঃ  পরীমণির দুই ফেসবুক স্ট্যাটাসে তোলপাড়

দিয়া মির্জা বলেন, ‘মনে আছে ধর্ষণের দৃশ্যের শুটিং। খুব কঠিন ছিল। শুটিং হয়ে যাওয়ার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমিও হয়েছিল, মনে আছে। পুরো দৃশ্যের শুটিং-এর পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিকভাবে ও মানসিকভাবে এই দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল। ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক। অনুভব করা যায় সেটা।’

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা

হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল এই ছবির বেশিরভাগ দৃশ্যের। দিয়ার কথায়, ‘বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই ছবির শুটিং-এ। খুব সুন্দর পরিবেশে শুটিং করছিলাম আমরা। হিমাচলে ৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনে শেষ করেছিলাম। তাই শুটিং-এর মাঝে মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। খুবই কঠিন ছিল সবটা। তবে এই ধরনের গল্প সচরাচর বলা হয় না। তাই এই সিরিজ বা ছবি আমাদের কাছে একটি জয়।’

আরও পড়ুনঃ  আবারও ঝড় তুললেন নুসরাত ফারিয়া

সত্য ঘটনা অবলম্বনেই নাকি তৈরি এই ছবি। ধর্ষণের শিকার সেই নারীর জায়গায় বারবার নিজেকে বসিয়ে ভেবেছিলেন দিয়া। তাই এই ছবির পরে মনের ওপরেও প্রভাব পড়েছিল তার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *