আবারও ঝড় তুললেন নুসরাত ফারিয়া

আবারও ঝড় তুললেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনে ইন্ডাস্ট্রিজে এখন অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া। তবে এবার ঈদে তার ছবি তেমন সাড়া না ফেললেও সেই ছবির আইটেম গানে ‘কন্যা’ নুসরাতকে দেখে বেশ মজে উঠেছিল দর্শকেরা।

কিন্তু পর্দার বাইরেও নিজেকে নানা রূপে ধরা নেন নুসরাত ফারিয়া। বলা বাহুল্য, আকর্ষণীয় গড়নে ভক্তদের মনে ঝড় তুলতে জুড়ি নেই এই নায়িকার। এবারও তাই করলেন; রীতিমতো নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ঝড় তুললেন ভক্তদের মাঝে।

আরও পড়ুনঃ  ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আসছে

এখন অনেকটা ছুটির আমেজেই নুসরাত ফারিয়া। সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিচ্ছেন তিনি। এবার আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরলেন নায়িকা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ভাগ করে নেন নুসরাত। তাতে দেখা যায়, এদিন বেশ লাইট মেকআপ এ ছিলেন নায়িকা। সাদা ব্রালেটে নেমে পড়েছেন সুইমিং পুলে; আর নিজেকে একটু একটু করে ভিজিয়ে নেন নায়িকা।

আরও পড়ুনঃ  কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

এ সময় ক্যামেরায় বিভিন্ন পোজ দেন নুসরাত। শরীরের অর্ধেকটা জলে ডুবিয়ে নিজেকে যেন করে তোলেন আরও উষ্ণ ও আবেনদময়ী। ক্যাপশনে লিখেছেন, ‘সার্ভিং লুকস, মেকিং স্প্ল্যাশেস, অ্যান্ড প্রিটেন্ডিং আই ডিড নট জাস্ট গেট মাই হেয়ার ওয়েট।’

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

নুসরাতের লাস্যময়ী এই লুক রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন ‘বেশি সাহসী’, আবার কেউ লিখেছেন, ‘এত খোলামেলা হওয়ার প্রয়োজন নেই।’

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *