কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

কেন রণবীরকে প্রেমিক হিসেব চান না, সোজাসাপ্টা জানিয়ে দেন আনুশকা

অনলাইন ডেস্ক : ২০১০ সালের ব্যান্ড বাজা বারাত দিয়ে রণবীর সিং-এর বলিউড যাত্রা শুরু হয়েছিল। আনুশকা শর্মার সঙ্গে সেই ছবিতে তাদের জুটি দর্শকমনে দারুণ ছাপ ফেলেছিল।

সেই সময় থেকেই দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বলিপাড়ায় শুরু হয় নানা গুঞ্জন। কিন্তু ২০১১ সালে এক সাক্ষাৎকারে আনুশকা সোজাসাপ্টা জানিয়ে দেন, ‘রণবীর আমার প্রেমিক হতে পারবে না!’

সেই সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘রণবীর খুবই পরিশ্রমী, দারুণ ছেলে। কিন্তু ও নিজের জগতে একেবারে মগ্ন। সারাক্ষণ স্রেফ নিজেকে নিয়েই থাকে। আর সেটাই হওয়া উচিত, কারণ ও ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে। কিন্তু প্রেমিক হিসেবে আমি এমন কাউকে চাই, যে দেখা করার পর প্রথম থেকে শুধু নিজের গল্প বলেই যাবে না, আমার দিনটা কেমন গেল সেটাও জানতে চাইবে— আর রণবীর সেটা করে না। তাই ওকে ডেট করা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ  ‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’

রণবীর নিজেও মজা করে বলেছিলেন, আনুশকা নাকি নিজের প্রেমিককে ‘খুন’ করে দেবে! উত্তরে আনুশকা হেসে বলেছিলেন, “হয়তো ঠিকই বলেছে!”

‘ব্যান্ড বাজা বারাত’-এ শ্রুতি কক্কর আর বিট্টু শর্মার সম্পর্কের গল্প বলেছিলেন পরিচালক মানীশ শর্মা। বক্স অফিসে ছবিটি দারুণ সাফল্য পায়। এই জুটিকে ফের দেখা যায় ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতে।

আরও পড়ুনঃ  কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক

তারপরেই কথাবার্তা বন্ধ হয়ে যায় দু’জনের মধ্যে। এর বেশ কয়েক বছর পর ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে আবার একসঙ্গে দেখা গিয়েছিল আনুশকা ও রণবীরকে।

বর্তমানে দু’জনেই নিজেদের জীবনে সুখী। আনুশকা বিয়ে করেছেন ক্রিকেটার বিরাট কোহলিকে, তাদের দুটি সন্তান— ভামিকা ও আকায়। অন্যদিকে, রণবীরের ঘর বাঁধেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ২০২৪ সালে তাদের কন্যা সন্তান ‘দুয়া’র জন্ম হয়েছে।

আরও পড়ুনঃ  কার ওপর নজরদারি করতে চেয়েছিলেন সামান্থা?

আনুশকা ‘জিরো’ ছবির পর থেকে বড়পর্দায় নেই, নিচ্ছেন বিরতি। অন্যদিকে রণবীর ব্যস্ত ‘ধুরন্ধর’ ছবির কাজ নিয়ে। যে ছবিতে তার সঙ্গে রয়েছেন আর মাধবন, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্নার মতো তারকারা।

সেই ছবির পর রণবীরের হাতে রয়েছে ফারহান আখতারের পরিচালনায় ‘ডন থ্রি’।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *