কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা

কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা

অনলাইন ডেস্ক : বরাবর ‘ঠোঁটকাটা’ বলে ইন্ডাস্ট্রিতে পরিচিত শ্রীলেখা মিত্র। বিভিন্ন সময় নানা ঘটনা নিয়ে সোচ্চার হন টলিউড অভিনেত্রী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন তিনি।

একদিকে যেমন অনুরাগীরা ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দেন নায়িকাকে, অন্যদিকে শ্রীলেখাকে কটাক্ষ করতেও ছাড়েন না।

বুধবার সোশ্যাল মিয়িায় নিজের দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। আর তারপর থেকেই নেটমাধ্যমে তাকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে।

লুক নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেন শ্রীলেখা। এবারই যেমন নায়িকাকে দেখা গেল কালো রঙের লিপস্টিকে। ‘একঘেয়েমি’ দূর করতেই এই স্টাইল স্টেটমেন্ট বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য, বিতর্কের মুখে ঊর্বশী

নিজেই সে কথা জানিয়েছেন। সেই সঙ্গে ‘আইয়ে মেহেরবান’, কালজয়ী এই গানের সঙ্গে একটি রিল বানিয়ে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘এই গানটি প্রেম…আমি মধুবালার অনেক বড় ভক্ত, রিল খুব একটা করি না। তবে হ্যাঁ আমি কখনও কখনও রিলস দেখি, যদিও বেশিরভাগটাই পশুদের সঙ্গে সম্পর্কিত। আসলে আমি শাটার টিভির যুগের বলে এই রিল কালচার বুঝতে পারছি না, তবুও সময় কাটাচ্ছি।’

আরও পড়ুনঃ  অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

সেই ছবি ও ভিডিও দেখে শ্রীলেখার প্রশংসা করেছেন বহু নেটিজেন। তবে কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। কমেন্ট বক্সে এসে রীতিমতো তাকে তুলোধনা করেছেন নিন্দুকরা।

একজন লিখেছেন, ‘ফিলিস্তিন নিয়ে খুব কষ্ট আপনার। মুর্শিদাবাদ নিয়ে কোনও পোস্ট নেই? রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পরে যাচ্ছে। টাকা নিয়ে পোস্ট শেয়ার করেন তাই না?’

আরও পড়ুনঃ  আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

অন্য একজন লিখেছেন, ‘মুর্শিদাবাদ নিয়ে যদি একটু কিছু বলতেন। হঠাৎ করে সেক্যুলার হয় যাবেন না। আপনার মতামত এর অপেক্ষায় রইলাম…।’

প্রসঙ্গত, নিজের মতো থাকতেই ভালোবাসেন শ্রীলেখা মিত্র। ট্রোলিংকে পাত্তা না দিয়ে ‘কেয়ার নট অ্যাটিটিউট’ রাখাই পছন্দ তার। টলি নায়িকার এই খামখেয়ালি, নিজের শর্তে বাঁচার জন্য তাকে ভালোবাসেন, পছন্দ করেন বহু মানুষ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *