আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্যই একমাত্র মুক্তির পথ- ড. মাওলানা কেরামত আলী

আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্যই একমাত্র মুক্তির পথ- ড. মাওলানা কেরামত আলী

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে বৃহস্পতিবার এক দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর, শিবগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী। দাইপুকুরিয়া ইউনিয়ন আমীর মাওলানা মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা একরামুল হক, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : দুলু

প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, আমরা অনেকেই না বুঝে বিভিন্নভাবে শিরকে লিপ্ত হচ্ছি। আমরা ব্যক্তি বা দলের অন্ধ আনুগত্যে লিপ্ত হচ্ছি, অথচ তা আল্লাহ ও রসুলের না-ফরমানির পর্যায়ে পড়ছে কিনা তা যাচাই করছি না। একজন ঈমানদার ও মুসলিম হিসেবে আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত হতে হবে কেবল আল্লাহ ও রাসূল (সা.)-এর নির্দেশ মেনে। বিশ্ব মানবতার জন্য এটাই একমাত্র মুক্তির পথ। তিনি সকলকে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনার উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

তিনি আরও বলেন, নামাজ কায়েম করা যেমন ফরজ তেমনি ইকামাতে দ্বীনের কাজ করাও ফরজ। তাই সমাজের সর্বস্তরে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। যদি ভালো মানুষকে আমরা সামাজের নেতৃত্বের আসনে বসাতে পারি তাহলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *