নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল খেলোয়াড় ও সচেতন মহলের ব্যানারে এ ম্যাচের আয়োজন করা হয়।
খেলার উদ্বোধন করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা নিশাত আহম্মেদ প্রমুখ।
প্রীতি ফুটবল ম্যাচে নিয়ামতপুর উপজেলা একাদশ ও মান্দা উপজেলা একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমীমাংসিত অবস্হায় শেষ হয়। খেলায় আগত দর্শকরা ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি হাবিবুর রহমান বলেন, ফিলিস্তিনে নির্মম গণহত্যা গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।