স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না হিরো আলম

স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না হিরো আলম

বগুড়া প্রতিনিধি : স্ত্রী রিয়া মনির সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তার অভিযোগ, মুমূর্ষু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মনি দেখতে আসেননি, বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদরের এরুলিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ধরেন হিরো আলম।

তিনি বলেন, অনেকবার মাফ করেছি রিয়া মনিকে। আপনারা সবাই জানেন আমি তাকে বয়কট করেছি। বয়কট মানে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি ঢাকা যাওয়ার পর তার সঙ্গে সেপারেট (আলাদা) হয়ে যাব। যে বক্তব্যগুলো রিয়া মনি আমার বিরুদ্ধে দিচ্ছে, সেগুলো প্রমাণসহ দিতে হবে। এ সময় কোরআন শরিফ হাতে নিয়ে হিরো আলম নিজেকে নির্দোষ দাবি করেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ

হিরো আলম বলেন, সে (রিয়া মনি) আমার সাথে ক্যাচাল হলে অন্য ছেলেদের সাথে গান করে, মদ খায়, বারে যায়। অথচ কোরআন শরিফ ছুঁয়ে বলছিল- আমি জীবনে মদ খামু না, বারে যামু না। যে মেয়ে কোরআন শরিফকে এমন অপমান করে কথা বলতে পারে সে আমার সাথে কী অন্যায় করতে পারে বলুন।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তাঁর প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান। পালিত বাবার মরদেহ নিয়ে বুধবার (১৬ এপ্রিল) বগুড়ায় বাড়িতে দাফন করেন তিনি।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বিবস্ত্র ও এসিডে ঝলসানো মৃতদেহ উদ্ধার

এরপর নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ত্রী রিয়া মনিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বয়কটের ঘোষণা দেন। এ নিয়ে রিয়া মনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দোষারোপ করেন।

বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লিখেছিলেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ আমার বাবা হসপিটালে। তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন হসপিটালে দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না?’

এদিকে হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়া মনি গণমাধ্যমে পাল্টা জবাব দেন। তিনি বলেন, মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম), যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।

আরও পড়ুনঃ  মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়া মনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করছেন হিরো আলম।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম প্রথম সাবিহা আক্তার সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম স্ত্রীর ঘরে তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এরপর ঢাকায় গিয়ে মডেল নুসরাত জাহান নামে একজনকে বিয়ে করেন। সবশেষে রিয়া মনিকে বিয়ে করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *