অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন শেখ বশিরউদ্দীন। তিনি বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং অন্যান্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
এরপর উপদেষ্টা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতিমূলক সভায় অংশগ্রহণ করেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর একাধিকবার উপদেষ্টা পরিষদে নতুন উপদেষ্টা যুক্ত করা হয়। এর মধ্যে শেখ বশিরউদ্দীন গত বছরের ১০ নভেম্বর বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।
এরপর ১৭ এপ্রিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেন তিনি।