বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোহাঃ আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল-২৫) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার এর সভাপতিত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: আশাদুজ্জামান আসাদ, পরিদর্শক ( ওসি তদন্ত) সুপ্রভাত মন্ডল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের বাঘা উপজেলা কমিটির সভাপতি সহকারি অধ্যাপক রাম গোপাল, ইমাম প্রতিনিধি সহকারি অধ্যাপক মাওলানা আবু ওবায়দা, সহকারি অধ্যাপক রোকনুজ্জামান, শিক্ষক এমদাদুল হক, মুক্তিযোদ্ধা, ছাত্রসহ গনমাধ্যম কর্মীরা। উপস্থিত ছিলেন উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক- সহ সুধিজনের সাথে মত বিনিময় সভায়

আরও পড়ুনঃ  তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ: নতুন কর্মসূচি ঘোষণা

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার বলেন,আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সেবা দিতে এসেছি। সঠিকভাবে সেবা দিতে পারি সে বিষয়ে রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন। সভা সেমিনারে ,মানুষ গড়ার কারিগর শিক্ষকের অবস্থান শেষের কাতারে-শিক্ষকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,শিক্ষক-গুরুজনের মর্যাদার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে স্বাধীনভাবে আমরা সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিতে পারছি বলে মনে হচ্ছেনা। এজন্য অভিভাবকদের সচেতনতাও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা দরকার।
বানেশ্বর-ইশ্বরদী রাস্তা সম্প্রসারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, দ্রুত তাদের টাকা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন,সরকারি জায়গা অবৈধ দখলে নিয়ে কেউ যদি ক্ষতিপূরণ চায় সেটাও দেখার বিষয় আছে। তবে সরকারি রাস্তা সম্প্রসারণ কিংবা সরকারি কাজে জমি অধিগ্রহণে কেউ ক্ষতিগ্রস্থ হলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। হতদরিদ্রের সরকারি বরাদ্দ যাদের প্রাপ্য তারাই পাবেন। বাল্য বিবাহ,মাদক, প্রতারনা করে সোবাইলে টাকা নেওয়াসহ অপরাধ কর্মকান্ড বন্ধের বিষয়ে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার প্রয়োজন রয়েছে। বাঘায় পর্যটনের দাবির বিষয়ে বলেন,যেহেতু প্রাচীন স্থাপত্যর নিদর্শন হিসেবে ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ রয়েছে। সেই হিসেবে পর্যটনের বিষয়টি সরকারের রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
সভায়, ৫ আগষ্টের পর একটি গোষ্টি সরকারের মান ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে আলোচনা হয়েছে। এছাড়াও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিষয়ে গনতন্ত্র রক্ষার ভূ’মিকা শীর্ষক আলোচনা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

অনুষ্ঠানে প্রতিবন্ধিদের হুইলচেয়ার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিডরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *