কেন্দ্রে অনিয়ম দেখলে ভোটগ্রহণ বাতিল : সিইসি

কেন্দ্রে অনিয়ম দেখলে ভোটগ্রহণ বাতিল : সিইসি

স্টাফ রিপোর্টার: সিটি নির্বাচনের দিন কোন কেন্দ্রে ভোটগ্রহণের সময় অনিয়ম দেখলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘নির্বাচনের দিন যদি ভোটররা ভোট দিতে না পারে, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার কিংবা এসিন্টেন্ট প্রিজাইডিং কর্মকতারা যদি কোন বাধা সৃষ্টি করেন, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রার্থীরা যদি পেশীশক্তি ব্যবহার করেন আর আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেব। আমাদের হাতে অনিয়মের পর্যপ্ত তথ্য এলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হবে।’

বুধবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সভার আয়োজন করে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সভায় সিইসি বলেন, ‘আমি সবাইকে বলবো নির্বাচনের দিন শান্ত হয়ে যান। আপনাদের সর্মথকদের ভোট দিতে উদ্বুদ্ধ করুন। সবাই যেন সুন্দর ভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেই পরিবেশ তৈরি করুন।’

আরও পড়ুনঃ  মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র

তিনি বলেন, ‘নির্বাচনের আচরণবিধি প্রশ্নে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে। কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আর ইভিএম নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকলে আদালতে যান। আমাদের কাছে আর প্রশ্ন তুলবেন না। কারণ, এ বিষয়ে আর শুনতে চাই না। এ পর্যন্ত যদি ৭০০ থেকে ৮০০ নির্বাচন হয়ে থাকে, এর মধ্যে আমরা কোন ভূত পেত্নি দেখতে পাইনি।’

আরও পড়ুনঃ  ঢাকায় অপহৃত মাদ্রাসা শিক্ষক রাজশাহীতে উদ্ধার, গ্রেপ্তার ৪

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতার বিষয়টা আমরা প্রথাগতভাবে জানবো মিডিয়ার তরফ থেকে। আমরা সেদিন সব চ্যানেল ওপেন রাখি। মিডিয়ায় কিভাবে নির্বাচনের বিষয়টা উঠে আসছে সেটাও দেখবো।

তিনি বলেন, মিডিয়ার ছবি তুলতে কোন বাধা নেই। তারা ছবি তুলতে পারবেন, শুধু ছোট বুথে যেতে পারবেন না। ভোটকক্ষে সাংবাদিকরা দুইজন করে যাবেন, আবার আসবেন। এখানে ১০ মিনিটের বেশি থাকা যাবে না। মিডিয়ার মাধ্যমেই জানতে পারবো কতটা সুস্থ প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে।

আরও পড়ুনঃ  ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *