শ্রেষ্ঠ অধ্যক্ষ জুবাইদা আয়েশা

শ্রেষ্ঠ অধ্যক্ষ জুবাইদা আয়েশা

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রফেসর রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। সারাদেশের সকল বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) এর অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৫ ও ৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্তাবধানে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,ঢাকা এবং গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকায় এই প্রতিযোগিতা ৩৮টি ইভেন্টে অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশ করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

আগামি ১৯ জুন ‘জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩’এর পুরস্কার প্রদান করা হবে। এ উপলক্ষ্যে কলেজে তিনি ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হন। কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এবং কর্মচারিগণ অধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে র‌্যাবের অভিযানে ১ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

এছাড়াও কলেজের বিএনসিসি, রোভার-স্কাউট, গার্ল গাইডস্্, রেড ক্রিসেন্ট প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীরা শুভেচ্ছা জানায়। অধ্যক্ষ মহোদয়ের এ পুরস্কার প্রাপ্তিতে কলেজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *