রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার: বিজ্ঞান অনুরাগীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী কোর্ট একাডেমি চত্বরে এর আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ড. মো. মোকছেদ আলী।

আরও পড়ুনঃ  বিপুল উৎসাহে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ

‘ইন্টারনেট আসক্তির ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বসেছে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ৭২টি স্টল। সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। মেলা চলবে শনিবার পর্যন্ত।

আরও পড়ুনঃ  নগরীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করা নিহত বাবার লাশ নিয়ে বিক্ষোভ

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কোর্ট একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবু।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *