বাগমারা হতে সরাসরি রাজশাহী সিএনজি চলাচলের উদ্বোধন

বাগমারা হতে সরাসরি রাজশাহী সিএনজি চলাচলের উদ্বোধন

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা সদর ভবানীগঞ্জের সাথে রাজশাহীর সিএনজি যাতায়াতের ব্যবস্থা দীর্ঘ দিন বন্ধ থাকার পর শুক্রবার পুনরায় চলাচলের উদ্বোধন করা হয়েছে। যাতায়াতে সিএনজি অতি অল্প সময়ে শহরে পৌছাঁনো গেলেও বাস মালিক ও সিএনজি মালিক/চালকদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় এক যুগ বছর বন্ধ ছিল। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় উভয়দের মধ্যে সমঝোতায় তা নিরসন করা হয়েছে। এ নিয়ে আর কোন বিরোধ থাকছে না। বিরোধ নিরশনের পর সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে সিএনজি, মিশুক, অটো, টেম্পু মালিক ও চালক সমিতির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, রাজশাহী জেলা সিএনজি, অটো, টেম্পু মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান গোলাম সারোয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, ভবানীগঞ্জ সিএনজি, টেম্পু ও অটো মালিক/চালক সমিতির সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ সমিতির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শামীম মীর। এদিকে দীর্ঘ দিন পর পুনরায় ভবানীগঞ্জ-রাজশাহী শহর সিএনজি যাতায়াত শুরুর কথা যেনে স্ট্যান্ডে অনেক যাত্রীর সমাগম ঘটে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *