রুয়েট কুয়েট চুয়েটের সমন্বিত  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুয়েট কুয়েট চুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২২-২০২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই তিন বিশ^বিদ্যালয়েই একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।

সকাল ১০টায় ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এছাড়া ‘খ’ গ্রুপের প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১টা ৪৫ মিনিটে। এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিলেন। ভর্তি পরীক্ষায় ৮৩ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১২

এর মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫ দশমিক ০৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে ৮৩ দশমিক ৪৩ শতাংশ ও চুয়েট কেন্দ্র ৮১ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান রুয়েট কেন্দ্রের পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও লোকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ-উজ-জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারায় বিএনপি’র বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা

পরীক্ষার কারণে সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *