Home রাজশাহী ভোটকেন্দ্রে দুই মেয়রপ্রার্থীর কোলাকুলি

ভোটকেন্দ্রে দুই মেয়রপ্রার্থীর কোলাকুলি

ভোটকেন্দ্রে দুই মেয়রপ্রার্থীর কোলাকুলি

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন কোলাকুলি করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের এই সৌহার্দ্য ফুটে ওঠে। ভোটের মাঠে এমন সৌহার্দ্য দেখে খুশি হন ভোটাররা।

এই কেন্দ্রে ভোট দিতে আসেন লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ভোট দেওয়ার আগে তিনি কিছুক্ষণ কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন। তখন কেন্দ্র পরিদর্শনে আসেন নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন। তখনই দুজনের দেখা হলে তারা কোলাকুলি করেন।

কোলাকুলি করে সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমরা তো চাচা-ভাতিজা। আমাদের সম্পর্ক সব সময়ই ভাল।’ এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা শুরু থেকেই ভোটের মাঠে সোহার্দ্য বজায় রেখেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here