স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে সকল শ্রেণির কর্মচারিদের সাথে কলেজ প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা সভাপতিত্বে উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লাসহ সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাধ্যক্ষ , বিভাগীয় প্রধানগণ ও সম্পাদক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কলেজের প্রধান সহকারী সাজু আহম্মেদ কলেজের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে কর্মচারিদের সক্রিয় অংশগ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষক-কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কলেজটি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে মর্মে সকলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা বক্তব্যে সকল কর্মচারিকে দায়িত্বনিষ্ঠ, সময়ানুবর্তী ও বিনয়ী হতে এবং পেশাদারিত্ব বৃদ্ধিকল্পে গুরুত্বারোপ করেন।